সুন্দরবনে ১৩ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

সুন্দরবনের ঝাপসি ও ভদ্রা এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ১৩ জেলেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। জেলেরা অভিযোগ করেছে, বনদস্যু বাকী বিল্লাহ বাহিনী এ অপহরণের ঘটনা ঘটিয়েছে।  

স্থানীয় জেলেরা জানিয়েছে, আজ সোমবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) ঝাপসি ও ভদ্রা এলাকায় মাছ ধরছিল জেলেরা। এ সময় জেলেবহরে অতর্কিত হামলা ও লুটপাট চালায় বনদস্যু বাকী বিল্লাহ বাহিনী। পরে দস্যুরা মুক্তিপণের দাবিতে বিভিন্ন নৌকা থেকে ১৩ জেলেকে অপরহণ করে বনের গহীনে নিয়ে যায়। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, দুপুরে ঝাপসি ও ভদ্রা এলাকা থেকে ফিরে কয়েকজন জেলে এ ঘটনার কথা জানান। জেলেরা বলেছে, অপহৃত জেলেদের কাছে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা করে দাবি করেছে দস্যুরা। এ ছাড়া দস্যুরা জেলেদের মারধর করে জাল ও মাছসহ অন্য মালামাল লুটে নেয় বলে জানা গেছে।