সরকার নারীদের অপমান করেছে : খালেদা জিয়া

Looks like you've blocked notifications!
রাজধানীর একটি হোটেলে আজ সোমবার বিকল্প ধারা, বাংলাদেশ আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : এনটিভি

‘সংসদে নারীরা শোপিস’ জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের এ বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘বর্তমান অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকারের দ্বারা জাতীয় সংসদে নারীরা অপমানিত।’ urgentPhoto
এইচ এম এরশাদকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘যে লোক মানুষকে সম্মান দিতে জানে না, তাদের নিয়ে যাঁরা দল করবে তাঁরা কোনো দিন এ দেশের সম্মানও দিতে পারবে না, গণতন্ত্র আনতে পারবে না।’

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে বিকল্প ধারা, বাংলাদেশ আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে খালেদা জিয়া এ কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশিষ্টজন ও কূটনীতিকদের জন্য ইফতারের এ আয়োজন করে বিকল্প ধারা, বাংলাদেশ। 

খালেদা জিয়া বলেন, ‘বর্তমান অগণতান্ত্রিক সরকারের দ্বারা অনির্বাচিত সরকারের দ্বারা আজ নারীরা অপমানিত জাতীয় সংসদে। ওরা জাতীয় সংসদে স্বঘোষিত বিরোধীদল হয়েছে, বিরোধী দলও না সরকারি দলও না। কী তারা জানি না। তাদের নেতা যখন বলেন নারীদের নিয়ে। তাঁর বউ হয়েছে বিরোধী দলের নেতা। আর আজকের প্রধানমন্ত্রী বিনা নির্বাচনে প্রধানমন্ত্রী হোক আর সংসদ নেত্রী হোক তিনি নারী। তখন সংসদের ভেতরে যদি বলা হয় নারীরা সব শোপিস, যেখানে দেশের ৫০ শতাংশ নারী, সে দেশের মা-বোনদের কীভাবে সম্মান করা হয়? এ লোক যে লোক মানুষকে সম্মান দিতে জানে না। তাদের নিয়ে যারা দল করবে তারা কোনো দিন এ দেশের সম্মানও দিতে পারবে না, গণতন্ত্র আনতে পারবে না।’ 

খালেদা জিয়া বলেন, ‘আজ সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ দেশটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা বলি না মারামারি, খুনাখুনি বা ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতায় যাব। সত্যিকারের একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবার অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন হবে সেখানে যারাই জিতবে, সেভাবে সরকার গঠন করে সবাইকে নিয়ে দেশ গড়ব। এখানে বিভেদ, বিভাজন নয়- এখানে ঐক্য শক্তি সকলে মিলে কাজ করলে অপার সম্ভাবনাময় এ দেশকে গড়ে তুলতে পারব। আর তখনই মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের প্রতি আমাদের সম্মান দেখানো হবে। মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে পারব।’ 

ইফতার অনুষ্ঠানে বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।    

গত ২৯ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ‘শোপিস’ হিসেবে অভিহিত করেন। পরে তাঁর বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) কথা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একই সঙ্গে এ জন্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ক্ষমা প্রার্থনা করেন। 

বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এরশাদ সেদিন বলেছিলেন, ‘নারীর ক্ষমতায়ন সম্পর্কে কথায় কথায় বলি, আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদের উপনেতা নারী, সংসদের বিরোধীদলীয় নেতা নারী। এঁরা কিন্তু শোপিস। বাইরের অবস্থা কিন্তু এটা না। বাইরের নারীরা আরো অসহায়।’