নবীগঞ্জের সড়কে প্রাণ গেল মা-ছেলেসহ তিনজনের
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহসড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সুজিয়া বেগম ও তাঁর ছেলে ওমর মিয়ার নাম পাওয়া গেছে। অন্যজনের পরিচয় জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ বিকেলে আউশকান্দি বাজার থেকে একটি অটোরিকশায় করে দেবপাড়া গ্রামের আবদুল আলীমের স্ত্রী সুজিয়া বেগম ও তাঁদের সন্তান ওমর বাড়ির দিকে যাচ্ছিল। নতুন বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি বলেন, সংঘর্ষে ঘটনাস্থলে ওমর নিহত হয়। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় সুজিয়া বেগম মারা যান। অটোরিকশার আরেক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে তাঁর পরিচয় জানা যায়নি।
সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।