রাঙামাটিতে একে-৪৭, অটোমেটিক রাইফেল, গুলি উদ্ধার

Looks like you've blocked notifications!

রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে যৌথবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও নিরাপত্তা বাহিনীর পোশাক উদ্ধার করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকালে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘উপজেলার গলাছড়ি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দুটি একে-৪৭, একটি অটোমেটিক রাইফেল, একটি চাইনিজ রাইফেল, চারটি ম্যাগাজিন, ১৪৫টি গুলি। এ ছাড়া কয়েক জোড়া নিরাপত্তা বাহিনীর পোশাকও  রয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, অভিযান অব্যাহত আছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৩টা থেকে গলাছড়ি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান শুরু করে। সকালেও এই অভিযান অব্যাহত আছে। 

অভিযান শেষে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান ওসি মোমিনুল।