জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের সঙ্গে ঐক্য নয় : কাদের

Looks like you've blocked notifications!
নোয়াখালীর কবিরহাট উপজেলার করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আজ সকালে বক্তব্য দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তাদের সঙ্গে কোনো রাজনৈতিক ঐক্য হতে পারে না।

আজ শনিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার করম বক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মন্ত্রী এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে যারা জঙ্গিবাদ সৃষ্টি করছে, তারা বোকার স্বর্গে বাস করছে। জঙ্গিবাদ দমন হয়েছে। তবে নির্মূল হয়নি।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন করম বক্স উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মফিজ উল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সদর পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।