মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করে এসপির কাছে আত্মসমর্পণ

Looks like you've blocked notifications!
মাদকব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে ব্রাক্ষণবাড়িয়ার দুই মাদক ব্যবসায়ী আজ রোববার পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন। ছবি : এনটিভি

মাদকব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে  ব্রাক্ষণবাড়িয়ার দুই মাদক ব্যবসায়ী পুলিশ সুপারের (এসপি) কাছে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার দুপুর ১টার দিকে এসপির কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা আত্মসমর্পণ করেন।

মাদক ব্যবসায়ীরা হলেন মো. বাছির মিয়া ও মো. ইমন মিয়া। জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ তাঁরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁদের দুজনের বিরুদ্ধে জেলার আখাউড়া থানায় মাদকসহ মোট ১৯টি মামলা রয়েছে।

আত্মসমর্পণের সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান মাদক ব্যবসায়ীদের পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, যেসব মাদক ব্যবসায়ী পুলিশের ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে জেলা পুলিশ। এখন পর্যন্ত মোট ১৭ জন মাদক ব্যবসায়ীকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়ছে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার, পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. ইমতিয়াজ আহম্মেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।