এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরায় নানা আয়োজন
নানা আয়োজনে মাগুরায় পালিত হলো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ১৫ বছর পূর্তি।
এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শেষে ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এনটিভির মাগুরার স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মিহির লাল কুরির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু। এ ছাড়া আরো বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমান, উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিত চক্রবর্তী, থিয়েটার ইউনিটের সহসভাপতি সাইদুর রহমান লিন্টু, জাগো মাগুরার সদস্য সচিব বারিক আনজাম বারকি প্রমুখ।
এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ এবং সৃজনশীল অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখতে এনটিভি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আলোচনায় অংশ নেওয়া বক্তারা।
পরে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান সামিয়া মোবাইলের সৌজন্যে পাওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।