ব্রাহ্মণবাড়িয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী

স্থানীয় পর্যায়ের সমস্যা-সম্ভাবনা আরো বেশি তুলে ধরার আহ্বান

Looks like you've blocked notifications!
এনটিভির জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিরা। ছবি : এনটিভি

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ১৫ বছরে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে নানা কর্মসূচি।

গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। তিনি বলেন, এনটিভি সময়ের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এনটিভির আগামী দিনে পথচলা আরো সুন্দর হবে বলে প্রত্যাশা করেন তিনি। সেইসঙ্গে বিভিন্ন এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নকাজ এনটিভিতে আরো বেশি করে  তুলে ধরার আহ্বান জানান জেলা প্রশাসক।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ, প্রেস ক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু। প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আল আমিন শাহীনের সঞ্চালনায় এ সময় এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি ও আ ফ ম কাউসার এমরান, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, পৌর কাউন্সিলর মিজান আনছারী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মো. নুজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এফ আই ফারুক বেপারী। 

এ সময় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাজি মো. জালাল হোসেন। পরে উপস্থিত অতিথিরা এনটিভির জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে এনটিভিকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

এর আগে সরকারি মহিলা কলেজ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।