বয়লার বিস্ফোরণে নিহতরাও মামলার আসামি

Looks like you've blocked notifications!

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতদের মধ্যে কয়েকজনকে এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন বয়লার অপারেটর আবদুস সালাম, এরশাদ হোসেন ও মনসুরুল হক। তাঁরা সবাই বয়লার বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন।

জয়দেবপুর থানার অন্তর্গত চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই আবদুর রশিদ জানান, তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

নিহতদের কেন মামলার আসামি করা হলো—এ ব্যাপারে জানতে চাইলে এএসআই আবদুর রশিদ বলেন, ওপরের নির্দেশে এ মামলা করা হয়েছে।

কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামে পোশাক কারখানায় গত সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার একটি চারতলা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দুপাশের দেয়াল, দরজা-জানালা ও যন্ত্রপাতি উড়ে যায় এবং দুমড়েমুচড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে ১৩ জন নিহত হন।

গতকাল মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।