ঝিনাইদহে ইয়াবা, ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে সাড়ে তিন হাজার ইয়াবা ও ৩০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলাপ খয়েরতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খয়েরতলা গ্রামের সজল হোসেন (২৪) ও ইমন হোসেন (২৩)।
র্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলার কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক করা হয়। পরে দুজনের স্বীকারোক্তিতে তাঁদের বাড়ি থেকে সাড়ে তিন হাজার ইয়াবা ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।