দিনাজপুরে হোটেল শ্রমিকের মুক্তির দাবিতে মানববন্ধন
দিনাজপুরে রুস্তম হোটেলের বিরুদ্ধে মামলা ও হোটেল শ্রমিক রেজাউলের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর রেস্তোরাঁ মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ। আজ বুধবার বেলা ১১টায় দিনাজপুর পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ দিকে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সকল হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শ্যামল কুমার ঘোষ, সদস্য সচিব মাজেদুর রহমান দুলাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার ও রেস্তোরাঁ শ্রমিক রেজাউলকে মুক্তি দেওয়া না হলে জেলায় সব হোটেল, রেস্তোরাঁয় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হবে।
গত ১৬ জুন অ্যাডভোকেট তারেকুল ইসলাম তারেক রুস্তম হোটেলে খাওয়ার সময় হোটেল শ্রমিকদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারি হয়।
এ ঘটনায় তারেকুল ইসলাম তারেক বাদী হয়ে হোটেল মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।