নওগাঁয় নদীতে গোসলে গিয়ে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!

নওগাঁর রানীনগর উপজেলায় ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গাপুর মিমি ইটভাটাসংলগ্ন নদীতে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। 

নিহত গৃহবধূর নাম বেবী বেগম (৩৮)। তিনি উপজেলার কুজাইল দক্ষিণপাড়া গ্রামের বেদারুল ইসলামের স্ত্রী।

গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে বেবী বেগম কাপড়-চোপড় নিয়ে বালতি হাতে বাড়ির পাশে ছোট যমুনা নদীতে গোসল করতে যান। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন নদীর ঘাটে গিয়ে শুধু বালতি আর কাপড় দেখতে পান। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে সন্ধ্যায় রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদলকে খবর দেওয়া হয়। ডুবুরিরা রাত ৮টার দিকে এক ঘণ্টা ধরে নদীতে খোঁজাখুঁজি করে  না পেয়ে চলে যান। 

আজ দুপুরের দিকে পরিবারের লোকজন নদীর ধারে খুঁজতে গিয়ে উপজেলার দুর্গাপুর মিমি ইটভাটাসংলগ্ন নদীতে বেবী বেগমের লাশ দেখতে পান। পরিবারের লোকজন লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে যান। 

গৃহবধূর দেবর জিকিরুল ইসলাম জানান, তাঁর ভাবী সাঁতার জানতেন না। বুধবার নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। 

এ ব্যাপারে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বুধবার নিখোঁজ হওয়া গৃহবধূর লাশ আজ দুপুরের দিকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।