সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

Looks like you've blocked notifications!
মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এনটিভি

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ফাহিম (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।

গতকাল বৃহস্পতিবার রাতে শেরপুর-ঢাকা মহাসড়কের হাওড়া নামক এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’তে কাজ করতেন। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহাপুর গ্রামের বাসিন্দা।

আহতের মধ্যে আছেন শেরপুর অ্যাগ্রিকালচার ইনস্টিটিউটের অধ্যক্ষ নুরুল আমিন (৫৯)। আহত অপর দুজনের পরিচয় জানা যায়নি। আহত অধ্যক্ষ নুরুল আমিনকে শেরপুর সদর হাসপাতালে এবং অজ্ঞাতপরিচয় দুজনকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে আসছিল। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ফাহিম নিহত হন।