আশুলিয়ায় পুড়ে যাওয়া কারখানার সংস্কার শুরু

Looks like you've blocked notifications!
সাভারের আশুলিয়ার নরসিংহপুরে মেডলার অ্যাপারেলস পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার কাজ আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে। ছবি : এনটিভি

সাভারের আশুলিয়ার নরসিংহপুরে মেডলার অ্যাপারেলস পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারকাজ চলছে। আজ রোববার সকাল থেকেই কারখানার পুড়ে যাওয়া অংশগুলোর সংস্কারকাজ শুরু হয়।  

অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তিন সদস্যের কমিটি গঠন করেছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কারখানার কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার ঘটনায় জড়িত সন্দেহে আটক হেলালকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।    

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে মেডলার পোশাক কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছাদে আটক পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়।