বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে ব্যবস্থা নিয়েছে র্যাব : বেনজীর
ঈদে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের সামনে এ কথা জানান।
বেনজীর আহমেদ জানান, ঈদে ৭০ থেকে ৮০ লাখ মানুষ ঢাকা থেকে দেশের বাড়ি যাবেন। তিনি বলেন, ‘মানুষ যাতে তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছাতে এবং ঢাকায় ফিরতে পারে, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
র্যাবপ্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের নিরাপত্তার জন্য অস্থায়ী ক্যাম্প খুলেছে র্যাব।