রচনা বলতে না পারায় দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখম!
ঝালকাঠিকে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
অভিযুক্ত শিক্ষকের নাম হাসিনা বেগম। তিনি ঝালকাঠি সদর উপজেলার হরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় বাসিন্দা ও আহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, হরিপাশা গ্রামের সোবাহান বেপারীর মেয়ে রুমি আক্তার (১১) ও একই গ্রামের মিজান বেপারীর ছেলে নুরুন্নবী বেপারীকে (১১) হাসিনা বেগম তাঁর কাছে প্রাইভেট পড়তে বলেন। কিন্তু ওই দুই শিক্ষার্থী তাঁর কাছে প্রাইভেট না পড়ায় তাদের ওপর ক্ষিপ্ত ছিলেন তিনি।
গতকাল রোববার দুপুর ১টার দিকে বাংলা বিষয়ে ক্লাস চলাকালে রচনা মুখস্ত বলতে না পারায় প্রধান শিক্ষক হাসিনা বেগম বেত দিয়ে রুমি ও নুরুন্নবীকে এলোপাতাড়িভাবে পেটান। এতে ওই দুই শিক্ষার্থীর দুই হাতের তালু ফেটে যায়। ফুলে ওঠে শরীরের বিভিন্ন স্থান।
এ বিষয়ে ওই দুই শিক্ষার্থী জানায়, রচনা মুখস্ত বলতে না পারায় প্রধান শিক্ষক তাদের হাতের তালুতে পেটান। এ সময় তিনি বলেন, বাসায় গিয়ে যেন তারা ভাত খেতে না পারে সেভাবে পিটিয়ে হাতের চামড়া তুলে ফেলবেন।
পরে বিদ্যালয় ছুটি হলে বাসায় ফিরে আহত শিক্ষার্থীরা অভিভাবকদের বিষয়টি জানায়। রাতে পরিবারের সদস্যরা দুই শিশুকে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁরা প্রধান শিক্ষক হাসিনা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেই সঙ্গে ওই শিক্ষকের অপসারণ দাবি করেন আহত দুই শিশুর অভিভাবকরা।
পিটুনি দেওয়ার কথা স্বীকার করেছেন হাসিনা বেগম। তবে তাঁর দাবি ওই দুই শিশু শ্রেণিকক্ষে পড়া না পারায় তিনি সামান্য মেরেছেন। তিনি বলেন, ‘ছেলেমেয়েরা খেলে হয়তো নিজেরাও হাতে ব্যথা পাইতে পারে। এখন আমি মারছি তাতেও ব্যথা পাইতে পারে। আমি এটা স্বীকার করি যে আমি মারছি, তাতেও হয়তো ব্যথা পাইতে পারে।’
তবে যেভাবেই ওই দুই শিক্ষার্থী ব্যথা পাক না কেন, হাসিনা বেগম তাঁদের ঝালকাঠি গিয়ে চিকিৎসা করাতে বলেছেন বলেও জানান তিনি।
অবশ্য বিষয়টি নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে এখনো কোনো অভিযোগ করেনি দুই শিক্ষার্থীর পরিবার। জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইয়েদুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিভাবকরা যদি অভিযোগ করেন, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।