মাগুরায় স্ত্রী-কন্যাকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ

Looks like you've blocked notifications!

মাগুরা সদর উপজেলায় স্ত্রী ও মেয়েশিশুকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে মাগুরার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম আমিরুল ইসলাম। তাঁর বাড়ি জেলার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল হোসেন বিষয়টি জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ৫ জুন মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর মান্দারতলা গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী কবিতা খাতুন (২৪) ও মেয়ে জামিলাকে (৫) ইট দিয়ে আঘাত করে হত্যা করেন আমিরুল ইসলাম। এ ঘটনায় পরের দিন শ্বশুর রফিক মোল্লা বাদী হয়ে আমিরুলকে আসামি করে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। এর পর তদন্ত শেষে আমিরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার মামলার রায় ঘোষণা করেন।

মাগুরা সদর উপজেলায় স্ত্রী ও মেয়েশিশুকে হত্যার দায়ে আজ দুপুরে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।