মাগুরায় আগুনে ছাই ৭ দোকান
মাগুরার মহম্মদপুর উপজেলায় আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে সাতটি দোকান।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইন্দ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের গাড়ি দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় উত্তেজিত বাসিন্দারা একটি গাড়ি ভাঙচুর করে। এ সময় সাকিব নামের ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ শরিফুল ইসলাম (৩০) নামের স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে।
আটক শরিফুল ইসলাম বলেন, আগুনে তাঁর চারটি ও এলাকার আনিস মাস্টারের তিনটি দোকান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মহম্মদপুর ফায়ার সার্ভিসের লিডার জাহাঙ্গীর আলম জানান, বৈদুতিক শর্টসার্কিটের মাধ্যমে গত রাতে ইন্দ্রপুর বাজারে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। কিন্তু দেরিতে যাওয়ার অভিযোগে স্থানীয়রা ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত করে। এ সময় ফায়ার সার্ভিস কর্মী সাকিব আহমেদ আহত হন।
জাহাঙ্গীর আলম আরো বলেন, আগুনে সাতটি দোকানের যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মহম্মদপুরের নোয়াহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন জানান, পুলিশ উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের শান্ত করে শরিফুলকে আটক করে। তাঁকে এখন পুলিশ হেফাজতে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।