ন্যূনতম নির্বাচনী গণতন্ত্র অনুপস্থিত : সিরাজুল ইসলাম চৌধুরী

Looks like you've blocked notifications!
রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ছবি : ফোকাস বাংলা

দেশে ন্যূনতম নির্বাচনী গণতন্ত্র অনুপস্থিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

আজ বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে রাশিয়ার অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম চৌধুরী এ মন্তব্য করেন।

প্রবীণ এ অধ্যাপক বলেন, ‘ন্যূনতম নির্বাচনী গণতন্ত্র আজ অনুপস্থিত। প্রতিষ্ঠিত হয়েছে পরিবারতন্ত্র। পুনরুত্থান ঘটেছে ফ্যাসিবাদী প্রবণতার ও সাম্পদায়িক শক্তির। এই দেশে নির্বাচনী ব্যবস্থা আছে কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে না। আমাদের অভিজ্ঞতা তো এটা সাধারণ অভিজ্ঞতা যে; নির্বাচন হয় এবং নির্বাচন হয়ও না। কিন্তু এর মধ্য দিয়ে বুর্জোয়া পার্লামেন্টারি যেটা আমরা বলি সেই গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে।’

এ সময় দেশের সামগ্রিক অবস্থার চিত্রও তুলে ধরে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের বিপরীতে বৈষম্য বেড়েছে, বেড়েছে দুর্নীতি ও লুটপাট। উন্নয়নের নামে চলছে লুটপাটের মহোৎসব। পাচার হয়ে যাচ্ছে জাতীয় সম্পদ। কণ্ঠ রোধ করা হয়েছে মতপ্রকাশের অধিকারের। বুর্জোয়া ধারার দুটি জোটের কাঠামোতে দেশকে আবদ্ধ করে রাখা হয়েছে। যারা উভয়ই সাম্রাজ্যবাদ তোষণকারী ও লুটেরা পুঁজিবাদের সেবাদাস।’

১৯১৭ সালে রাশিয়ার বলশেভিক পার্টির নেতৃত্বে বিপ্লব হয় তা অক্টোবর বিপ্লব বা মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত। এ বছর বাংলাদেশে উদযাপন করা হবে অক্টোবর বিপ্লবের শতবর্ষ। অনুষ্ঠানে সমাবেত হতে সবার প্রতি আহ্বান জানান ভাষাসৈনিক আহমেদ রফিক।