গাজীপুরে বয়লার বিস্ফোরণ, তদন্ত প্রতিবেদন জমা

Looks like you've blocked notifications!

গাজীপুরের কাশিমপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও বয়লারের ত্রুটিকে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। আজ বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবির এ সময় কার্যালয়ে না থাকায় তাৎক্ষণিকভাবে প্রতিবেদনের বিস্তারিত জানা যায়নি। 

বয়লার বিস্ফোরণের ঘটনায় গঠিত আট সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বিস্ফোরণের ঘটনায় বয়লার পরিদর্শন অধিদপ্তরের সঠিক তদারকির অভাব, বয়লারের ত্রুটি ও কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে প্রধানত দায়ী করা হয়েছে। 

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহিনুল ইসলাম জানান, আজ জেলা প্রশাসকের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করবেন।

গত ৩ জুলাই গাজীপুর কাশিমপুরের মাল্টিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত ও অর্ধশত শ্রমিক আহত হয়।