গাইবান্ধায় ধীর গতিতে কমছে পানি

Looks like you've blocked notifications!
গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। ভাঙনে গৃহহীন কিছু মানুষ সহায়-সম্বল নিয়ে এভাবেই রেলের পরিত্যক্ত জায়গায় আশ্রয় নিয়েছে। ছবি : এনটিভি

গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। তবে পানি সামান্য করে কমতে শুরু করেছে। এদিকে ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি পয়েন্টে এখনো বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ও ঘাঘটের পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান আজ শনিবার সকালে জানান, গতকাল শুক্রবার সকাল ১০টার পর থেকে পানি কমতে শুরু করেছে। তবে সেই গতি খুবই ধীর।

বন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ২৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে ৭০টি চরের লক্ষাধিক মানুষ। অনেক চরে বাড়িঘর অর্ধেক ডুবে যাওয়ায় সেখানকার মানুষ গবাদি পশু ও সহায়-সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ে জন্য উঁচু স্থান ও ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।

তিস্তা ও যমুনার ভাঙনে তিন শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। গৃহহারা এসব মানুষ খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে ঘর তুলে আশ্রয় নিয়েছে।