কর দেওয়া মহৎ কাজ : মৎস্য প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, কর দেওয়া মহৎ কাজ। দেশের উন্নয়নের স্বার্থে কর দিতে হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় করের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
আজ শুক্রবার সকালে খুলনার খালিশপুরে মংলা কাস্টমস হাউস মিলনায়তনে জাতীয় মূসক দিবস-২০১৫ পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি পরিবার পরিচালনা করতে যেমন অর্থের প্রয়োজন, তেমনি রাষ্ট্র পরিচালনা করতেও অর্থের প্রয়োজন। আর এ অর্থ সরকার দেশের জনগণের কাজ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে সংগ্রহ করে।
নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘কর প্রদান একটি মহৎ কাজ। কারণ এ অর্থ দেশের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থাসহ সব জনকল্যাণমূলক কাজে ব্যয় হয়।’ কর দিতে সক্ষম বিভিন্ন প্রতিষ্ঠানকে করদানে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মংলা কাস্টমস হাউসের কমিশনার ড. মোহা. আল আমিন প্রামাণিক এবং খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হক। এতে সভাপতিত্ব করেন খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কে এম অহিদুল আলম। স্বাগত বক্তব্য দেন ওই কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. আহসানুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার শামীম উল-আলম।
আলোচনা শেষে প্রতিমন্ত্রী খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন ১১টি জেলার সর্বোচ্চ মূসক প্রদানকারী ২২টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেন। প্রতিষ্ঠানগুলো হলো খুলনার আব্দুল্লাহ ব্যাটারি কোম্পানি প্রাইভেট লিমিটেড, মেসার্স সিটি ইন লিমিটেড ও এশিয়ান পেইন্টস (বিডি) লিমিটেড, বাগেরহাটের দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেড ও মেসার্স হোটেল আল আমিন, সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস, মেসার্স ভাগ্যকূল মিষ্টান্নভাণ্ডার ও আর কে ট্রেডিং, বরিশালের মেসার্স পদ্মা বোয়িং লিমিটেড, বেস্ট ফুড গার্ডেন ও মেসার্স আবদুল মতিন মৃধা, পিরোজপুরের মেসার্স আকন ট্রেডিং, ঝালকাঠির আজীজ গাজী, শরীয়তপুরের এশিয়া বিডি ও বাজাজ সেন্টার, মাদারীপুরের চন্দ্রা রেস্ট হাউস ও সিগমা ট্রেডার্স, বরগুনার মেসার্স হক কেমিক্যাল ওয়ার্কস ও মেসার্স হুমায়ূন স্টোর, ভোলার মেসার্স এ রহমান অ্যান্ড সন্স, পটুয়াখালীর পানজা বিড়ি ও সিকদার অটোস।
এ ছাড়া ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মূসক সপ্তাহের কার্যক্রম অব্যাহত থাকবে।