রেল যোগাযোগের আওতায় আসছে মাগুরা : রেলমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২৩ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের মাধ্যমে মাগুরাকে রেল যোগাযোগের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
আজ শনিবার মাগুরা সদর উপজেলার রামনগর হাইস্কুলে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ কথা বলেন রেলমন্ত্রী।
মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২৩ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। এতে রেল যোগাযোগের আওতায় আসবে মাগুরা।
ফরিদপুর জেলার মধুখালী-কামারখালী উপজেলা হয়ে মাগুরা সদর উপজেলার রামনগর পর্যন্ত রেলপথ নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে।
জনসভায় রেলমন্ত্রী আরো বলেন, বিএনপি সরকার রেলপথ ধংস করেছে। বর্তমান শেখ হাসিনার সরকার রেল যোগাযোগ উন্নত করে যোগাযোগব্যবস্থা সহজ করেছে।
শনিবারের এই জনসভায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, স্থানীয় সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ টি এম আবদুল ওহাব প্রমুখ।
জনসভায় আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।