ভৈরবে ইয়াবাসহ পলাতক আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

কিশোরগঞ্জের ভৈরব থেকে মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে মাঈন উদ্দিন (৫২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৪৫টি ইয়াবা জব্দ করা হয়। 
 
আজ সোমবার সকালে ভৈরবে র‌্যাব-১৪ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক ব্যবসায়ী ও দুটি মাদক মামলার পলাতক আসামি মাঈন উদ্দিন শহরের দক্ষিণ জগন্নাথপুর এলাকার ফারুক মিয়ার বাড়িতে বসে ইয়াবা বিক্রি করছেন বলে র‍্যাবের কাছে খবর আসে। এর ভিত্তিতে গতকাল গত রাতে র‍্যাবের একটি দল সেখানেঅভিযান চালায়। এ সময় ২৪৫টি ইয়াবা মাঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তবে পালিয়ে যায় তাঁর সহযোগী মাদক বিক্রেতা হারুনুর রশিদ।

মাঈন উদ্দিন ও পলাতক হারুনুর রশিদকে অভিযুক্ত করে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। এ ছাড়া গ্রেপ্তাকৃত আসামিকে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে।