নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে তিনজন নিহত

Looks like you've blocked notifications!

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ সোমবার এসব ঘটনা ঘটে।

এর মধ্যে আজ দুপুর পৌনে ২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সিদাইল ও ভাতকুণ্ডু গ্রামে বজ্রাঘাতে দুজন নিহত ও একজন আহত হন। এ সময় মুষলধারে বৃষ্টিও পড়ছিল।

নিহত ব্যক্তিরা হলেন ভাবিচা ইউনিয়নের সিদাইন গ্রামের হামিদুল ইসলাম (২৮) ও ভাতকুণ্ডু গ্রামের তায়েজ উদ্দীন (৪৫)। আহত রাসেল মাহমুদের (১৭) বাড়ি সিদাইন গ্রামে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান জানান, আজ দুপুরে তাঁরা নিজ নিজ জমিতে কাজ করছিলেন। কাজ করা অবস্থায় তাঁরা বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আর একজন আহত হন। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধুলিপাড়া মাঠে বজ্রাঘাতে নিহত হন আরিফা বেগম (২৫) নামের এক গৃহবধূ। তিনি ধুলিপাড়া গ্রামের মামুন আলীর স্ত্রী।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, দুপুরে বৃষ্টির সময় আরিফা বেগম ধুলিপাড়ার মাঠে ছাগল আনতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।