মশা নিধন কার্যক্রম তিনগুণ বেড়েছে : আনিসুল হক

Looks like you've blocked notifications!
রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত গণসচেতনতামূলক সমাবেশে মেয়র আনিসুল হক। ছবি : এনটিভি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধন কার্যক্রম তিনগুণ বাড়ানো হয়েছে। তাই অচিরেই চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত গণসচেতণতামূলক সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন মেয়র। 

এই পর্যন্ত কতজন মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে তা বের করতে আনিসুল হক আন্তর্জাতিক সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানান। 

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। বাসাবাড়িতে যাতে পানি জমে না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাজধানীবাসীকে অনুরোধ করেন আনিসুল হক।

মেয়র বলেন, ‘আমাদের মশা মারার যে কার্যক্রম সেটা আমরা অনেক বাড়িয়েছি, তিনগুণ বাড়িয়েছি। প্রত্যেক এলাকায় রাস্তায় রাস্তায় আমরা আমাদের প্রতিনিধি সিলেক্ট করছি সাধারণ মানুষ থেকে, যেন এই মশক নিধন কর্মসূচিতে চাইলেও খুব বেশি ফাঁকি দেওয়া না যায়। এটা আমাদের থাকবে।’