সাভার থানার ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা

Looks like you've blocked notifications!

হত্যার অভিযোগ এনে রাজধানীর উপকণ্ঠ সাভার মডেল থানার এক উপপরিদর্শক (এসআই )ও তিন কনস্টেবলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

আজ  মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে বাদী হয়ে মামলাটি করেন ওই নারী।

বিচারক বাদীর জবানবন্দি শুনে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বাদী লিমা হলেন  প্রয়াত ইসমাইলের স্ত্রী। ইসমাইলের মৃত্যুকে হত্যা দাবি করে আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

বাবুল বলেন, মামলায় উপপরিদর্শক (এসআই) তরিকুল ছাড়াও কনেস্টেবল বাবুল, মহসিন ও শামীমকে আসামি করা হয়েছে।

মামলার আরজি থেকে জানা যায়, সাভার থানার শ্যামপুর গ্রামে ৮ জুন রাতে আসামিরা বাদীর স্বামী ইসমাইলকে বাসা থেকে আটক করেন। পরবর্তী সময়ে গ্রামে ইসমাইলের লাশ পাওয়া যায়।