২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Looks like you've blocked notifications!

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

আজ বুধবার সকালে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ভোর ৫টার দিকে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৪০ নম্বর মেইন পিলারের কাছ থেকে মাহবুবুর রহমান (২৮) ও মোজাম্মেল হোসেনকে (৪০) ধরে নিয়ে গেছে বিএসএফ।

মাহবুবুর কলমুডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং মোজাম্মেল কাড়িয়াপাড়া গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।

নওগাঁর পত্নীতলা উপজেলার ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান জানিয়েছেন, বাংলাদেশি দুই যুবককে ফিরিয়ে আনতে কোম্পাসি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান আরো জানান, ভোরে ২০/২২ জন বাংলাদেশি কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যায়। এ সময় সীমান্তে বিএসএফ তাদের ধাওয়া করে। সবাই ফিরলেও দুজন বিএসএফের হাতে ধরা পড়ে। বিএসএফ দুজনকে তাদের সনপাড়া ক্যাম্পে নিয়ে গেছে।