বার কাউন্সিল পরীক্ষা কাল

Looks like you've blocked notifications!

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। 

বার কাউন্সিল সূত্র জানায়, এ বছর প্রায় ৩১ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছে। গত বছর কোনো পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায়। কাল বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষার স্থান জানিয়ে দেওয়া হয়েছে। এখন প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে।

আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা গত ২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ওই তারিখ পরিবর্তন করে ২১ জুলাই নির্ধারণ করা হয়।

বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারিতে যারা পাস করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে। লিখিত পরীক্ষায় যারা পাস করবে তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারে। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।