কুড়িগ্রামে হত্যা মামলার ৯ আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার মামলার নয় আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতি ও শুক্রবার নরসিংদী, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুর আড়াইটায় আসামিদের মধ্যে নজরুল ইসলাম মঞ্জু, আকরাম, রাসেল ও হাশেমকে সাংবাদিকদের সামনে হাজির করে সংবাদ সম্মেলন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) ডা. মো. তবারক উল্লাহ।
এ সময় এসপি জানান, এদের মধ্যে নজরুল ইসলাম মঞ্জু ও আকরাম আপন ভাই এবং তাদের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামে। আটকদের মধ্যে বাকি পাঁচজনের নাম ও পরিচয় জানানো এবং সাংবাদিকদের সামনে হাজির করা হচ্ছে না মামলার তদেন্তর স্বার্থে। তবে তারা বরিশাল, নারায়ণগঞ্জ, নীলফামারীর বাসিন্দা বলে জানান এসপি।
পুলিশ জানায়, গত ২০ মে ভুরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল মোতালেব হোসেন চান মিয়াকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। মুক্তিপণ না পেয়ে একদিন পরে বগুড়ার জয় বাংলা মোড়ের পাশে জবাই করে লাশ ফেলে দেয় তারা।
এর আগে ২০১৪ সালের ১৪ জানুয়ারি ভুরুঙ্গামারী উপজেলার একই গ্রামে একই পরিবারের চারজনকে জবাই করে হত্যা করা হয়।এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার ধারণা করছে পুলিশ।