তাড়াশে পোড়ানো হলো ৪ হাজার মিটার কারেন্ট জাল

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা সদরের তাড়াশ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মুহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে মৎস্য অফিসের ১২ জন স্টাফ আজ সকালে তাড়াশ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে আবদুল মালেক ও মহসীন আলী নামে দুই ব্যবসায়ীর দোকান থেকে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। তবে ব্যবসায়ীদের কাউকে আটক করা যায়নি।

হাফিজুর রহমান আরো জানান, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা মৎস্য অফিসের সামনে একটি উন্মুক্ত স্থানে সবার সামনে কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়।