মুন্সীগঞ্জে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জ সদরের পূর্ব নয়াগাঁও এলাকা থেকে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোজাম্মেল ফিশিং নেট থেকে এসব জাল জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য সপ্তাহ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোজাম্মেল ফিশিং নেট থেকে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।

লিটন ঢালী আরো জানান, কারখানায় মো. মোজাম্মেলের স্ত্রী পারভীন বেগমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জালগুলো ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অলিয়ুর রহমান।