ওসমানী বিমানবন্দরে ৩০ স্বর্ণের বার জব্দ

Looks like you've blocked notifications!
পুরোনো ছবি

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

সিলেট শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার (এসি) প্রভাত কুমার সিংহ এ তথ্য জানিয়েছেন।

প্রভাত কুমার সিংহ জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০১২৮ ফ্লাইটটি রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল বিমানটিতে তল্লাশি চালায়। এ সময় ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।