সাতকানিয়ায় সংঘর্ষে যুবক নিহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া চাগারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ছাবের আহম্মদ (৩২) ওই এলাকারই বাসিন্দা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে এলাকার খাগরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আহমদুর রহমান বাদশা ও মুছার সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার বাকবিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে আজ শুক্রবার সকাল থেকে উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে ছাবের মারা যান।
সংঘর্ষের পর একটি বসতঘর ও একটি দোকানে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এ ছাড়া কয়েকটি বসতঘর ও দোকান ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।