শিক্ষার্থীদের ওপর হামলা দুঃখজনক : শিক্ষামন্ত্রী

Looks like you've blocked notifications!

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ রোববার দুপুরে সচিবালয়ে ঢাবির অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে এ কথা বলেন মন্ত্রী।
 
শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলা ও একজন শিক্ষার্থীর চোখ হারানোর ঘটনা সম্পর্কে জানতে চাইলে নাহিদ বলেন, এ ঘটনাটি অত্যন্ত দুঃখজন ও বেদনাদায়ক। ছয়-সাত মাস ধরেই শিক্ষার্থীরা এটা নিয়ে ভুক্তভোগী। স্বাভাবিক কারণেই শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থী চোখ হারানো সিদ্দিকুরের চিকিৎসার ব্যয়ভার ও কর্মসংস্থান নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’ 

নাহিদ বলেন, ‘অনেক পীড়াপীড়ি করে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাতটি কলেজের দায়িত্ব নিয়েছে। আইনগত কারণে আমরা কিছু বলতে পারছি না। দেশের অন্যান্য কলেজের মতো এই সাতটি কলেজও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে চেয়ে ও পীড়াপীড়ি করে সাতটি কলেজের পরীক্ষার দায়িত্ব নিয়েছে। তাদের বক্তব্য ছিল, এই কলেজগুলো একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ছিল।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আইন দ্বারা পরিচালিত হয়ে আসছে। আইনগত কারণে তারা সরকারের কাছে দায়বদ্ধ না। আমরাও কোনো কথা বলতে পারছি না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ ব্যয় বহন করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা জানায়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের কোনো বিষয়ে তথ্য-উপাত্ত্ব দিয়ে সহযোগিতা করছে না। এ কারণে পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে বিলম্ব হচ্ছে।’ আবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা জানায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা বলেছে তা সঠিক নয়।” 

শিক্ষার্থীদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয় নিয়ে কথাও বলেছেন। আশা করছি, অল্প সময়ের মধ্যে এটার সুষ্ঠু সমাধান হবে।’

গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়। এ সময় সাত দফা দাবিতে জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।