চট্টগ্রামে কমেছে পাসের হার

Looks like you've blocked notifications!
ফল প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

চলতি বছর এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও  জিপিএ ৫ প্রাপ্তির হার দুটোই কমেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৩৮টি কলেজের ৮৩ হাজার ২২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৩৪৭ জন। পাসের হার ৬১ দশমিক ৯ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৪ দশমিক ৬ শতাংশ।

চট্টগ্রামে  জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৩৯১ জন শিক্ষার্থী। গত বছরে জিপিএ ৫ পেয়েছিলেন দুই হাজার ২৫৩ জন।

এ ছাড়া কমেছে শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা। এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছেন একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, যা গত বছর ছিল পাঁচটি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল দুপুরে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ফলাফলের কপি তুলে দেন।