মাগুরায় তথ্য বাতায়ন কর্মশালা

Looks like you've blocked notifications!
মাগুরায় আজ রোববার তথ্য বাতায়ন, ই-ফাইল ও ডিজিটাল সেন্টার কার্যক্রমের অগ্রগতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

মাগুরায় তথ্য বাতায়ন, ই-ফাইল ও ডিজিটাল সেন্টার কার্যক্রমের অগ্রগতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকার এটুআই প্রোগ্রামের উদ্যোগে এবং মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপসচিব এবং ই-সার্ভিস ও এটুআই প্রকল্পের পরিচালক ড. মো. আ. মান্নান। 

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম ও প্রধানমন্ত্রীর দপ্তরের ই-সার্ভিস প্রকল্পের প্রশিক্ষক মো. আলতাফ হোসেন কর্মশালায় তথ্য বাতায়ন, ই-সার্ভিস ও ডিজিটাল সেন্টারবিষয়ক উপস্থাপনা তুলে ধরেন। 

কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, সংগঠক, সাংবাদিকসহ অর্ধশত প্রতিনিধি অংশ নেন।

দ্রুতগতির ইন্টারনেটসেবা বৃদ্ধি, প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আপডেট তথ্য নিজ নিজ ওয়েবসাইটে সংযুক্ত করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে জনগণের সেবা নিশ্চিত করার ওপর বক্তারা জোর দেন।