পঞ্চগড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে কর্মপরিকল্পনা সভা
অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধে ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলা অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলার সিভিল সার্জন পিতাম্বর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল মোমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম শাহীন আহমেদ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মুকিত আহমেদ বক্তব্য দেন।
সভায় জানানো হয় জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৭৪৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৩২ হাজার ৯৪৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য এক হাজার ১৩০টি কেন্দ্র খোলা হবে। এসব কেন্দ্রে দুই হাজার ২৬০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।