সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর নাতি নিহত
মাগুরা শহরের পারনান্দুলিয়া বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশির শিকদার (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার বেলা ৩টার দিকে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে শিশিরের মৃত্যু হয়।
শিশির মাগুরা-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের দূরসম্পর্কের নাতি। প্রতিমন্ত্রীর আপন ভাই শালিকা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিমল শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশির শিকদার শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের শ্রীরাম শিকদারের ছেলে। শ্রীরাম শিকদার তাঁদের বোনের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শিশির শিকদার আজ বিকেল ৩টার দিকে সদর উপজেলার রামনগর গ্রামে খালার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে মাগুরা পারনান্দুলিয়া বাস টার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশির শিকদারের মৃত্যু হয়।