সরকারের ভয় খালেদা জিয়াকে : নোমান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/12/photo-1436716760.jpg)
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে আজ রোববার বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। ছবি : এনটিভি
বর্তমান সরকার খালেদা জিয়ার ভয়ে আছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, খালেদা জিয়া বেঁচে থাকলে বর্তমান সরকার চোরাবালিতে হারিয়ে যাবে।
আজ রোববার বিকেলে চট্টগ্রামে ইফতার মাহফিল পূর্ব এক সমাবেশে এ মন্তব্য করেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান। নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাসির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ ওয়াহিদুল আলম, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা বক্তব্য দেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে ট্রাইব্যুনালের ঘোষণা তথ্যমন্ত্রীর আস্ফালন উল্লেখ করে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘খালেদা জিয়া কারণে সরকারের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন নোমান।