জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিনজন গ্রেপ্তার : র্যাব
ঝিনাইদহে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশনর ব্যাটালিয়ন (র্যাব)। এরা হলেন- আশরাফুল ইসলাম, রানা ও মনোয়ার হোসেন।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে নিজ নিজ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি জানিয়েছেন র্যাব ৬-এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহম্মেদ। গ্রেপ্তার তিনজন জেএমবির নিহত নেতা নিহত সরোয়ার-তামিম গ্রুপের সদস্য বলেও জানান তিনি।
মেজর মনির বলেন, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি বিশেষ দল সদর উপজেলার গান্না ও পোড়াহাটি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আশরাফুল, রানা ও মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরা গত ১৮ মে ঝিনাইদহ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি। সদর উপজেলার পোড়াহাটি গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলাটি করা হয়েছিল।
মেজর মনির আরো জানান, আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদনসহ ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।