নিখোঁজ হওয়ার পরদিন স্কুলছাত্রীর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার একদিন পর আজ শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে স্কুলছাত্রী সুমনা আক্তারের (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুমনা মুলাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা এনটিভি অনলাইনকে জানান, মুলাইদ গ্রামে বাবা আয়নাল হোসেন ও মা মোরশেদা বেগমের সঙ্গে থাকত সুমনা আক্তার। আয়নালের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার হরিণাবাড়ী এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সুমনা বিয়ের ঘোড়ার গাড়ি দেখতে পাশের বাড়িতে গিয়ে নিখোঁজ হয়। স্বজনরা রাতভর খোঁজ করেও তাকে পায়নি। আজ সকালে গ্রামের আলাউদ্দিনের পেয়ারাবাগানে সুমনার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সোহেল রানা আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর দুর্বৃত্তরা সুমনাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ওই পেয়ারাবাগানে ফেলে গেছে।