পটুয়াখালীর বগা বন্দরে মানববন্ধন
পটুয়াখালীর বাউফল উপজেলার বৃহত্তর বগা ইউনিয়নকে বিভক্ত করে আলাদা ইউনিয়ন করার চেষ্টার প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে ইউনিয়নের হাজারো জনতা। আজ সোমবার দুপুরে বগা বন্দরের বাউফল যাওয়ার প্রধান সড়কে প্রায় এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোতালেব, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ইউসুফ খাঁসহ স্থানীয় নেতারা।
বক্তারা জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আমলার ব্যক্তিগত মানসে বগা ইউনিয়নকে ভাগ করে সাবুপরাকে আলাদা ইউনিয়ন করার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে। বগা ইউনিয়কে ভাগ করার অপচেষ্টা বন্ধ না করলে ঈদের পর কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। মানববন্ধনে বগার সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।