পুলিশের সঙ্গে ‘ডাকাতের’ গুলিবিনিময়, আটক ৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের নয়াকান্দি গ্রামে আজ সোমবার ভোরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক করেছে গুলিবিদ্ধ দুজনসহ মোট ছয়জনকে।
পুলিশের ভাষ্যমতে, ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি গুলি, দুটি রামদা, একটি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে মুকসুদপুর উপজেলার বাহারা চরপাড়ার নুরুল ইসলাম (২৭) ও মাদারীপুরের রাজৈর উপজেলার গুচ্ছ গ্রামের কামাল উকিল (২৫)। তাঁরাসহ আটক হয়েছে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সুখ বিশ্বাস (২৫), মুকসুদপুর উপজেলার বাহারা চরপাড়ার শহিদ শেখ (২০), মিঠু শেখ (২৫) ও এনায়েত মোল্যা (৩০)। গুলিবিদ্ধ নুরুল ইসলাম ও কামাল উকিলকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের নয়াকান্দি গ্রামের নয়াকান্দি ব্রিজের কাছে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ আটটি গুলি চালায়। এতে ডাকাত নুরুল ইসলাম ও কামাল উদ্দিন গুলিবিদ্ধ হয়।’
ওসি আরো জানান, পরে গুলিবিদ্ধ ওই দুই ডাকাতসহ আরো চারজনকে আটক করে পুলিশ। গুলি বিনিময়ের সময় ওই এলাকা থেকে আরো তিন থেকে চারজন পালিয়ে যায়। এ ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।