চাঁদাবাজির প্রতিবাদে নাটোর-বগুড়া পথে বাস ধর্মঘট
সিংড়া উপজেলায় যাত্রীবাহী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে নাটোর-বগুড়া পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে নাটোর হয়ে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর সঙ্গে বগুড়া-রংপুরসহ পুরো উত্তরাঞ্চলের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
তবে নাটোর-ঢাকা, নাটোর-সিরাজগঞ্জ ও নাটোর-দক্ষিণাঞ্চলের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর জানান, মোটর মালিক সমিতির নামে নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাস থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদে রাজশাহী ও বগুড়ার বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নাটোর-বগুড়া পথে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরো জানান, গতকাল রাতে এ সিদ্ধান্ত হলেও আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে সকালে এই পথের যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে দুর্ভোগের শিকার হন। তাঁরা সকালে শহরের বাসস্ট্যান্ডে গেলেও সেখানে কোনো বাস ছাড়েনি। ফলে অনেককে ছোট ছোট যানবাহনে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।