ভৈরবে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের নিয়ে কলেজ ক্যাম্পেইন

Looks like you've blocked notifications!

চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুকদের জন্য ‘স্বপ্নযাত্রা’ নামে কলেজ ক্যাম্পেইন প্রোগ্রাম করেছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ভৈরব (ডুসাব) নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরবের রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজে সংগঠনটি ওই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি কামরুল হাসান রানার সভাপতিত্বে কলেজ ক্যাম্পেইন পর্বে, ‘স্বপ্নযাত্রা’ ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ সেন। বিশেষ অতিথি ছিলেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. শহীদুল্লাহ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় আরো বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক সত্যজিৎ দাস ধ্রুব, যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক মো. এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার ডলি, শান্তা বেগম প্রমুখ।

বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে নারীদের অগ্রাধিকার, নারী নির্যাতন আইন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নারীদের নিয়ে অশ্লীলতা, নীতিবাচক বক্তব্য ইত্যাদি এবং জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেন।

আলোচনা শেষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে শিক্ষার্থীরা কেমন সব সমস্যায় পড়ে, সে সব সমস্যায় কখন কী করতে হবে, ভর্তি পরীক্ষার জন্য কী ধরনের প্রস্তুতি নিবে, কোথায়, কার কাছে সহযোগিতা পাবে-ইত্যাদি বিষযে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তরের সাধারণ জ্ঞান বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভৈরব উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ডুসাব নামের এই সংগঠনটি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে সার্বিক সহযোগিতা করাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড করে যাচ্ছে।