কক্সবাজারে দুই লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৫

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে দুই লাখ ৭০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব সদস্যরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় র্যাবের কক্সবাজার ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে স্কোয়াড কমান্ডার শরাফত ইসলাম এই তথ্য জানান।
শরাফত ইসলাম জানান, মিয়ানমার থেকে সাগরপথে ট্রলারে করে ইয়াবার চালানটি চট্টগ্রামে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার কলাতলী সৈকতের ১০ নটিক্যাল মাইল দূরে সাগর থেকে দুই লাখ ৭০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়। ট্রলারটিও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সিরাজ, মুফিজুল ইসলাম, আবদুর রহিম, মাহমুদ হোসেন ও আবদুল গফুর।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করে জব্দ ইয়াবাসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাবে এই কর্মকর্তা।