সৌদিতে চাকরির লোভ দেখিয়ে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
সৌদি আরবে চাকরির কথা বলে ঢাকায় নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি খোকন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জেলার কোটচাঁদপুর উপজেলার নওদাগা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির জানান, বিদেশে চাকরি দেওয়ার কথা বলে ওই গৃহবধূকে গত ২৪ মে ঢাকায় নিয়ে যান খোকন মোল্লা। সেখানে ১০ দিন আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করেন তিনি এবং ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেন।
ওসি আরও জানান, পরে সেখান থেকে ওই গৃহবধূ পালিয়ে আসেন। পরের দিন ২৫ জুলাই ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালে খোকন মোল্লাকে আসামি করে আলাদা দুটি মামলা করেন। আজ শনিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।