আ. লীগের কারণে মেয়েরা ভোট দিতে চায় না : আসাদুজ্জামান রিপন

Looks like you've blocked notifications!
বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন আজ শনিবার দুপুরে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘গত সাড়ে আট বছরে আওয়ামী লীগ যে অবস্থা করেছে, এখন মেয়েরা ভোট দিতে চায় না। ভোটার হতে চায় না। ভোটে দাঁড়াতেও দেয় না। নারীদেরকে বিমুখ করে দিয়েছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে।’

আজ শনিবার দুপুরে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে দলের সদস্য সংগ্রহ কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘বিচার বিভাগ সাংবিধানিক ব্যাখ্যা দেওয়ার অধিকারী। বিচার বিভাগের দায়িত্ব কী, ভূমিকা কী, কর্তব্য কী, বিচার বিভাগ জানে। আমাদের মাননীয় প্রধান বিচারপ্রতি ও অন্যান্য বিচারকবৃন্দ তাঁদের জুডিশন সম্পর্কে ভালোমতো জানে। আজকে যদি তাঁদের এভাবে অপদস্থ করা হয় এবং চ্যালেঞ্জ করা হয়, তাহলে উচ্চ আদালত বলে কিছু থাকবে না। এটা দেশের জন্য খুব খারাপ হবে। আমরা আওয়ামী লীগের বাকশালী রাজতন্ত্রে ফিরে যেতে পারি না। আমরা আওয়ামী লীগের দুঃশাসনের দিকে ফেরত যেতে পারি না। আওয়ামী লীগ বাকশালী দুঃশাসনের দিকে দেশটাকে ঠিলে দিতে চায়।’

ষোড়শ সংশোধনী যতবার আদালতে বাতিল হবে ততবার তা জাতীয় সংসদে পাস করা হবে-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শুক্রবারের বক্তব্য প্রসঙ্গে বিএনপির বিশেষ সম্পাদক বলেন, ‘আমরা আওয়ামী লীগকে বলে দিতে চাই, অর্থমন্ত্রী যেটা বলেছেন এটা আওয়ামী লীগের ভাষায় কি না। যদি আওয়ামী লীগ এই পাগলামিটা ওনার সাথেও করে, তাহলে আমরা তাঁকে বলতে চাই, এই পাগলামির জবাব আমরাও দেব। আমরা গণতন্ত্র রক্ষার জন্য প্রস্তুত থাকব।’  

শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ বিষয়ক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও ঢাকা উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসেত আঞ্জু।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।