আগস্ট মাসকে গুম করেছে আ. লীগ : রিজভী

Looks like you've blocked notifications!
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বছরের ১২ মাস থেকে আওয়ামী লীগ আগস্ট মাসকে গুম করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক মুন্সী জামাল উদ্দীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন রিজভী।

বিএনপির নেতা আরো বলেন, ‘আগস্ট মাসে অন্য কেউ অনুষ্ঠান করতে পারবে না। শুধু আওয়ামী লীগই তাদের শোকের মাস হিসেবে পালন করবে। আগস্ট মাসকে তাঁরা গুম করে নিয়েছেন, যেভাবে গুম করা হয়েছে ইলিয়াস আলীকে, সুমন, হুমায়ুন পারভেজসহ অনেক নেতাকর্মীকে।’

রিজভী বলেন, ‘আগস্ট মাস থেকে আমাদেরও দুই মাসব্যাপী অনুষ্ঠানসূচি রয়েছে। দেশের অন্যান্য দল কি তাদের শোকের অনুষ্ঠান ও রাজনৈতিক প্রোগ্রাম করতে পারবে না? আমাদের জাতীয় নেতৃবৃন্দ জেলায় জেলায় গিয়ে রাজনৈতিক প্রোগ্রাম করছে, সেখানে সরকারের তুফানদের মতো গুণ্ডারা ভাঙচুর চালাচ্ছে। আর পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আমাদের নেতাকর্মীদের। আগস্ট মাসে কি আমরা কোনো অনুষ্ঠান করতে পারব না? এটাই হচ্ছে গুমের মনোবৃত্তি, বাকশালী মনোবৃত্তি, অপহরণের রাজনীতি।’

অনুষ্ঠানে রিজভী আরো বলেন, মুন্সী জামাল উদ্দিন স্বেচ্ছাসেবক দলের জন্য একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ঢাকা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যু রহস্যজনক। সরকারের অব্যবস্থার জন্য সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যু খুবই দুঃখজনক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবীব উন-নবী খান সোহেল, শফিউল বারী বাবু, আবদুল আজিজ ভূঁইয়া জুয়েল, মীর সরাফত আলী সপু, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।